জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজধানীর রবিন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আঘাত করেন বিরোধী দলনেতা মানিক সরকার এবং বর্তমান মন্ত্রীসভার মন্ত্রীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন, তিনি বলেন মন্ত্রীসভার নিয়োগের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক বৈঠক করছে ঠিকই কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে পারছেন না। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতার অভিযোগের কড়া বাক্যে জবাব দেন, তিনি প্রশ্ন রাখেন বিগত ২৫ বছরে কি করেছেন উনি, নেতা মন্ত্রীদের সাথে যাদের টার্ম ভাল তারাই সরকারি পেয়েছে আর বাকিরা অপেক্ষা করতে করতেই সময় পার করে দিয়েছে, তাছাড়া যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় তিনি বলেন মানিক সরকার যখন প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন তখন উনার বয়স কত ছিল বলে। তার পাশাপাশি এদিন মন্ত্রী বিগত চার বছরে কত হাজার চাকরি প্রদান করেছেন তার তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে, তিনি জানান ২০১৯ থেকে ২০২১ অবধি সর্বমোট 4586 চাকরি দেওয়া হয়েছে যেটা ফিনান্স দপ্তরের তথ্য অনুযায়ী , তাছাড়া 1300 TSR, 1300 SPO, নিয়োগ করা হয়েছে এবং Contrac base job 2150, outsourcing 2158 জন নিয়োগ করা হয়েছে বলে। তাছাড়া এদিন তিনি রাজ্য সরকারের উন্নয়ন এবং বেকার দরদ দেখে বিরোধীদের পায়ের নিচের জমি ছুটে যাচ্ছে বলে এধরনের বিভ্রান্তমূলক মন্তব্য করছেন মানিক সরকার বলে অভিমত ব্যক্ত করেন।
রাজ্য
বিরোধী দলনেতাকে কড়া জবাব মন্ত্রী সুশান্ত চৌধুরীর
- by janatar kalam
- 2022-04-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this