জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-দেশের কেন্দ্রীয় সরকার ছাত্র-ছাত্রীদের শিক্ষাবিরোধী অগণতান্ত্রিক জাতীয় শিক্ষানীতি ২০২০ কুড়ি প্রণয়ন করেছে, যা ছাত্র-ছাত্রীদের শিক্ষাব্যবস্থাকে অভিশপ্ত করে তুলবে। তাই সেদিকে লক্ষ্য রেখে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন 5 ই এপ্রিল দিল্লিতে জাতীয় শিক্ষানীতি অতিসত্বর বাতিল করার দাবি নিয়ে গনবস্থানে বসতে চলেছে। এই গনবস্থানে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা আসবেন, আর সেই লক্ষ্যে রাজ্য থেকে প্রতিনিধি দল রওনা দিচ্ছেন বলে জানিয়েছেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সভাপতি জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি নিয়ে তাদের যে আন্দোলন সেটাকে সফল করার লক্ষ্যে সকল অংশের মানুষ কে এগিয়ে আসার আহ্বান রাখেন।
রাজ্য
৫ই এপ্রিল দিল্লিতে জাতীয় শিক্ষানীতির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ত্রিপুরা থেকে রওনা দিলেন AIDSO এক প্রতিনিধি দল
- by janatar kalam
- 2022-04-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this