জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর পুনরায় বাড়লো পেট্রোল এবং রান্নার গ্যাসের দাম, তার পাশাপাশি বাড়িয়ে দেওয়া হল সিএনজি গ্যাসের দাম যা সাধারণ যান চালকদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। বর্তমান যুগে যে জায়গায় পেট্রোলের মূল্য আকাশ ছোঁয়া সেখানে সিএনজি গ্যাস কে অন্যতম উপায় হিসেবে ব্যবহার করত গাড়িচালকরা, কিন্তু স্বস্তির শ্বাস কোনমতে নিতে দেবে না জনসাধারণকে এই পেট্রোপণ্য উৎপাদনকারী সংস্থাগুলো। কেননা দাম বাড়লো সিএনজি গ্যাসের। সিএনজি গ্যাসের বর্ধিত মূল্য নিয়ে টি এন জি সি এলের HOD চন্দন চক্রবর্তী জানান গতকাল থেকে আজ অবধি দাম বেড়েছে মোট ছয়বার এবং তা গিয়ে দাঁড়িয়েছে 68 টাকাই। পেট্রোলের মূল্যবৃদ্ধির ফলে এমনিতেই নাজেহাল জান চালকরা এখন সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে কোনদিকে হাঁটবে যান চালকরা সেটাই এখন দেখার বিষয়।
রাজ্য
পেট্রোপণ্যের পর দাম বাড়লো সিএনজি গ্যাসের, মাথায় হাত যান চালকদের
- by janatar kalam
- 2022-04-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this