জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার ভারতীয় জনতা পার্টি বামুটিয়া মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজিত মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্পের ধন্যবাদ সভা অনুষ্ঠিত হয় দুর্গাবাড়ি চা বাগান এলাকায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, “মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প” দ্বারা এই শিল্প ক্ষেত্রের বিকাশ ও এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতি যথার্থ সম্মাননা স্বরূপ, পারিশ্রমিক বাড়িয়ে ১৭৬ টাকা করার উদ্যোগ গৃহীত হয়েছেl রাজ্যের চা বাগিচার পরিচালন ব্যবস্থার নানান প্রতিবন্ধকতা নির্মূলিকরণের দ্বারা, উৎপাদন বৃদ্ধি ও রুগ্নপ্রায় এই শিল্পের উন্মেষে বিবিধ পরিকল্পনার ফলে সমৃদ্ধির পথে মাথা তুলে দাঁড়িয়েছে এক সময়ের অবহেলিত এই শিল্প l সম্প্রসারিত গুচ্ছ সুযোগের সহায়তায় টিসিএস-সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করছেন তাঁদের সন্তানরা এবং গণতান্ত্রিক পন্থানুসারে একজন চা বিক্রেতা যদি দেশের প্রধানমন্ত্রীর মত গরিমাপূর্ণ পদমর্যাদায় আসীন হতে পারেন, রাজ্যের চা শ্রমিকরাও উচ্চ শিরে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এদিন তিনি আরও বলেন রাজ্যের চা শ্রমিকদের আর্থ সামাজিক জীবনমান উন্নয়নে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছেl ভাবি প্রজন্মের সমৃদ্ধশালী ভবিষ্যত নির্মাণের লক্ষ্যে অশুভ সংস্পর্শমুক্ত জীবন শৈলীর ইতিবাচক পরিবর্তন সহ নিজেদের অধিকার সম্পর্কে সজাগ দৃষ্টি থাকা আবশ্যকl উন্নয়নের প্রশ্নে দীর্ঘ অবহেলিত চা বাগিচা শ্রমিকদের স্বার্থে পারিশ্রমিক বৃদ্ধি, ভূমি বন্দোবস্ত, আবাস, বিদ্যুৎ জল সংযোগ সহ নানাবিধ পরিকল্পনা রূপায়িত হয়েছে বলে। এদিনের অনুষ্ঠানে চা শিল্পের সাথে জড়িত ব্যক্তিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজ্য
রাজ্যের চা শ্রমিকরাও উচ্চ শিরে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন: মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-04-01
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this