2024-12-19
agartala,tripura
রাজ্য

রাজ্যের বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্তের তথ্য তুলে ধরলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার রাজ্য কেবিনেটের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরলেন রাজ্য সচিবালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন রাজ্যের বিদ্যালয়গুলিতে পোস্ট গ্রাজুয়েট টিচারের যে অভাব রয়েছে তা পূরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা রাজ্য শিক্ষা দপ্তরে ৩০০ পোস্ট গ্র্যাজুয়েট যার মধ্যে সোশিওলজি-৭৫, জিওগ্রাফি- ৭৫, সাইকোলজি- ৭৫ এবং ইকোনমিক্স – ৭৫, তাছাড়া আরও ৬৪ পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক, এবং ১৭৫ গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করবে শিক্ষা দপ্তর বলে জানান। তার পাশাপাশি স্বাস্থ্য দপ্তরে ১৪৩ জন ল্যাব টেকনিশিয়ান সমস্ত নিয়ম বিধি মেনে পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেননা করোনা মহামারী চলাকালীন চিকিৎসকরা এবং ল্যাব টেকনিশিয়ানরা যেভাবে ফ্রন্ট ওয়ারিয়র হিসেবে কাজ করেছে তা প্রশংসনীয়, তাই সংখ্যাটাকে বাড়ানোর জন্য রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে মানসিক ভাবে পিছিয়ে পরা ছাত্র-ছাত্রীদের স্পেশালভাবে গাইড করার লক্ষ্য নিয়ে শিক্ষা দপ্তরে ৩৪৮ পোস্ট গ্র্যাজুয়েট স্পেশাল এডুকেটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী এবং AICT নিয়মনীতি অনুযায়ী উচ্চ শিক্ষা দপ্তরের নরসিংগড়স্থিত টি আই টি কলেজে একজন প্রিন্সিপাল নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার পাশাপাশি রাজ্যের যেসব বেকাররা স্টার্টআপ করতে চাইছেন তাদের জন্য রাজ্য সরকার সম্পূর্ণভাবে সুদমুক্ত ঋণ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান, কেননা বিগত দিনে দেখা গিয়েছে বেকাররা বিভিন্ন ব্যাংক কিংবা ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেও ঋণের সুদ বেশি হওয়ায় ব্যবসায় লাভের মুখ দেখতে পারেননি সুতরাং কিছুদিন পর তাদের ব্যবসা গুটিয়ে নিতে হয়েছে। তাই সেদিকে লক্ষ্য রেখে তাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার সম্পূর্ণভাবে সুদ মুক্ত ঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিমত ব্যক্ত করলেন তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service