2024-12-19
agartala,tripura
রাজ্য

দেশে ফিরলো পাঁচ বাংলাদেশি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি: প্রশাসনিক নিয়ম-কানুন মেনে শুক্রবার দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নাগরিক। এদিন আখাউড়া সীমান্তে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সহকারী কমিশনার আরিফ মোহাম্মদ বলেন, এটা খুবই আনন্দের মুহূর্ত। এই মানুষগুলো অবশেষে তাদের প্রিয়জনের কাছে পৌঁছেছে। তিনি এর জন্য রাজ্য সরকার, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং আধুনিক মানসিক হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। তারা ৮ থেকে ৯ বছর ধরে তাদের প্রিয়জনের সাথে দেখা করে আসছেন। এত বছর নিখোঁজ থাকার পর এভাবে হারিয়ে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এটা একটা আবেগময় সময়। ২০১৮ সালে, পাঁচজনের মধ্যে তিনজন অসুস্থ ছিলেন এবং দুজন ২০১৫ সালে ছিলেন। কিন্তু লক্ষ্য ছিল তাদের সুস্থ করা। যাতে সে তার নিজস্ব পরিচয় দিতে পারে। আশঙ্কাজনক অবস্থায় পাওয়া গেলে বিচার বিভাগের নির্দেশে তাদের আধুনিক মনোরোগ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার দ্রুত যাচাই করেছে। চিকিৎসক উদয়ন মজুমদার জানান, হাসপাতালে এখনও ১০ থেকে ১২ জন বাংলাদেশি রয়েছেন। তাদের চিকিৎসা চলছে। এদিন দেশে ফিরে আসা পাঁচ বাংলাদেশি হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তোষ দেব, নারায়ণগঞ্জের বিজয় চিনু, মানিকগঞ্জের ময়না বেগম, পুটুয়াখালীর রোজিনা বেগম ও কুমিল্লার কুলসুম বেগম।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service