জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিগত বছরগুলোতে ক্ষুদ্র ব্যবসায়ীরা করোনার প্রভাবে চৈত্র মেলায় ব্যবসা করতে পারেনি, এবার করোনার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে পুরো নিগমের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য আগরতলার শকুন্তলার চিলড্রেন পার্ক ও শিশু উদ্যান এ জায়গা বন্টন করে দিচ্ছেন যাতে করে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেন। আগরতলসর শকুন্তলা রোডে ৩৭৫ জনকে ও শিশু উদ্যান ও চিল্ড্রেন পার্কে ৭৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য জায়গা বন্টন করে দিয়েছেন বলে জানান পুরো নিগমের কর্মীরা। চৈত্র মেলায় সাধারণ মানুষের রাস্তা দিয়ে চলাচল করতে যেন অসুবিধা না হয় তার জন্য স্টল এর পাশে দিয়ে ১০ ফুট রাস্তা পর্যন্ত করা হচ্ছে চলাচলের সুবিধার জন্য ।
রাজ্য
চৈত্র মেলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে স্টল বন্টন করে দিল পুর নিগমের কর্মীরা
- by janatar kalam
- 2022-04-01
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this