রাজ্যের এই করুন মুহূর্তে গরিবদের পাশে যে রাজ্যের বিধায়করা রয়েছেন তা আগেই প্রমানিত। জানা যায় রাজধানীর বনেদি স্কুল উমাকান্ত স্কুল প্রাঙ্গনে রাজ্যের মুখ্যমন্ত্রীর জায়া নীতি দেবের হাত দিয়ে এএমসি মহিলা কর্মীদের মধ্যে বস্ত্র বিতরন করা হয়। এদিন শ্রীমতি দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন একতা ভারতবর্ষের পরিচয় এই দুঃসময়ে পাওয়া গেলো। এবং এই লক ডাউন চলাকালীন সবাই যখন গৃহবন্ধী তখন এরা নিজেদের কর্তব্য পালনে এক পায়ে দাড়িয়ে। এদের প্রশংসায় এদিন নীতি দেব বলেন এরা যেভাবে নিজেদের কাজে দায়বদ্ধতা বজায় রেখেছেন সেটা সাধারন মানুষের জন্য অসম্ভৱ।
janatar kalam Blog রাজ্য নতুনবর্ষে নতুন পরিকল্পনা নিয়ে এএমসি মহিলাকর্মীদের পাশে দাড়ালেন মুখ্যমন্ত্রীর জায়া নীতি দেব।
Leave feedback about this