2024-12-19
agartala,tripura
রাজ্য

রাজ্যসভা নির্বাচনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিরোধী দলনেতা মানিক সরকার, জয় নিয়ে আশাবাদী শাসক বিজেপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রতি ৬ বছর অন্তর অন্তর হয় রাজ্যসভার নির্বাচন। এবার 13টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়, আসাম (2), হিমাচল (1), কেরালা (3), নাগাল্যান্ড (1) , ত্রিপুরা (1) এবং পাঞ্জাব (5)। রাজ্যসভার সদস্যরা আনুপাতিক প্রতিনিধিত্বের নীতিতে রাজ্য আইনসভা দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটে নির্বাচিত হন। আজ ভোট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিরোধী দলনেতা মানিক সরকার। ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডঃ মানিক সাহা রাজ্যসভা ভোটে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। এদিকে বিরোধী সিপিআইএম নির্বাচিত হয়েছেন বিধায়ক ভানু লাল সাহা। মিডিয়ার সাথে কথা বলার সময় মানিক সাহা জানান যে রাজ্যসভার প্রার্থী হিসাবে তাকে বেছে নেওয়ার জন্য তিনি কেন্দ্রকে ধন্যবাদ জানান এবং তিনি তার জয়ের জন্য আত্মবিশ্বাসী। তাকে সমর্থন করার জন্য বিজেপি জোটের অংশীদার আইপিএফটিকেও ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন যে বিজেপি রাজ্যসভা ভোটের মাধ্যমে আরেকটি ইতিহাস তৈরি করতে চলেছে। “প্রথমবার বিজেপি প্রার্থী সংসদ সদস্য হবেন”, তিনি বলেন। অন্যদিকে বিরোধী প্রার্থী ভানুলাল সাহা জয় নিয়ে কোন আশংকাই ব্যাক্ত করেন নি, তিনি জানান গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে এবং ফলাফলের মাধ্যমেই সবকিছু পরিস্কার হয়ে যাবে বলে জানিয়েছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service