2024-12-18
agartala,tripura
রাজ্য

৭৮৫ জনের মধ্যে বন্টিত হল লাইট হাউস ফ্ল্যাট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার রাজধানীর মুক্তধারা অডিটরিয়াম হলে লাইট হাউসের নির্বাচিত সুবিধাভোগীদের লটারীর মাধ্যমে (দ্বিতীয় পর্যায়) ফ্ল্যাট বরাদ্দের প্রোগ্রাম উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা। তাছাড়া উপস্থিত ছিলেন ইউ ডি দপ্তরের মুখ্য সচিব কিরন গিত্যে সহ অন্যানরা। আত্মনির্ভর ত্রিপুরা গড়তে রাজ্য সরকার যেভাবে কাজ করছে তাতে করে জনগণের সুবিধার জন্য লাইটহাউস প্রজেক্টর মাধ্যমে কম টাকা দিয়ে ফ্ল্যাট এর ব্যবস্থা করা হয়েছে। জনগন এই ফ্ল্যাট পাবে দুই কিস্তিতে ৫ লাখ কিংবা ৭ লাখ টাকার বিনিময়ে। জনগনের সুবিধার জন্য লোন এর মধ্যেমে ও এই ফ্ল্যাট নেওয়া যাবে। এদিন লটারির মাধ্যমে ৭৮৫ জনের মধ্যে এই ফ্ল্যাট করা হয়। এদিন সংবাদমাধ্যমকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা জানান একই ফ্ল্যাট বহু লোকের পছন্দ থাকতে পারে সুতরাং লটারি মাধ্যমে যদি বন্টন করা হয় তাহলে তাদের মধ্যে দ্বিমত তৈরি হবে না বলে জানান তাছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগরতলায় চিকিৎসা কিংবা লেখাপড়ার জন্য আছেন তাদের ক্ষেত্রে এই ফ্ল্যাট বিশেষভাবে উপযোগী হবে বলে জানিয়েছেন সমাজ কল্যান ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service