জনতার কলম ত্রিপুরা কল্যানপুর, প্রতিনিধি:-
অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ও রাজ্যের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির কারণে প্রদেশ কংগ্রেস এর নির্দেশে প্রত্যেক জেলা কংগ্রেস আগামী 2 অথবা ৪ এপ্রিল জেলাশাসক এর অফিস এর সামনে বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করবে। এই কর্মসূচি উপলক্ষে সোমবার কল্যাণপুর কংগ্রেস ভবনে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপত্বিত করেন খোয়াই জেলা কংগ্রেস সভাপতি বিক্রম কিশোর সিনহা। এছাড়াও ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক রাখাল তরফদার, অশোক দেব, কংগ্রেস নেতা নিখিল চক্রবর্তী, অঞ্জনা নন্দী প্রমুখ। বৈঠকে ঠিক হয় আগামী ৪ এপ্রিল খোয়াই এর জেলাশাসক এর দপ্তর এর সামনে জেলা কংগ্রেস এর তরফে বিক্ষোভ প্রদর্শন করা হবে। একই সাথে ঠিক হয় প্রদেশ কংগ্রেস এর কর্মসূচি মোতাবেক আগামী ৭ এপ্রিল রাজ্য পুলিশ এর মহানির্দেশক এর দপ্তর এর সামনে ও বিক্ষোভ ধর্ণা প্রদর্শিত হবে।
রাজ্য
কল্যাণপুরে কংগ্রেসের সভা
- by janatar kalam
- 2022-03-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this