জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধি :-
বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর ঢাকা দুই দিনের ভারত বন্ধে প্রথম দিনে কল্যাণপুরে তেমন সাড়া মিলল না। সোমবার সকাল থেকেই কল্যাণপুরের বাজার হাট খোলা ছিল। কল্যাণপুর থানা এলাকার বাগান বাজার শান্তিনগর দ্বারিকাপুর ঘিলাতলী খাস কল্যাণপুর দক্ষিণ গিলাতলী মোহরছড়া তোতাবাড়ী সহ নানান বাজারের দোকানপাট খোলা ছিল। খোয়াই তেলিয়ামুড়া সড়কে ছোট ছোট গাড়ি চললেও বড় গাড়ি কিন্তু দেখা যায়নি বললেই চলে। কোথাও কোন পিকেটারকে চোখে পড়েনি। বিভিন্ন এলাকাতে পুলিশ টহল দেয়। সর্বত্র খোলা ছিল সরকারি স্কুল এবং অফিস। কল্যাণপুর গ্রামীণ ব্যাংকে উপচে পড়ে গ্রাহকদের ভিড়। বিভিন্ন স্কুল কল্যাণপুর ব্লক অফিস এগ্রিকালচার অফিস তহসিল অফিস সিডিপিও অফিস ডিডাব্লিউ এস অফিস বনদপ্তর পোস্ট অফিস সহ সমস্ত সরকারি অফিস খোলা ছিল। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজ্য
বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ভারত বনধে কল্যাণপুরে তেমন সাড়া মিলল নাl
- by janatar kalam
- 2022-03-28
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this