জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের যে কাঁঠাল সেই কাঁঠাল বিদেশে রপ্তানি হওয়ার বিষয়টি 130 কোটি ভারতবাসীর সামনে তুলে ধরলেন মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে, তাতে রাজ্যের যে কাঁঠাল ব্যবসায়ীরা রয়েছে তারা আরও অনুপ্রাণিত হবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে আত্মনির্ভর ভারতের ডাক সেটাকে সার্থক রূপ দেবে, বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রবিবার আগরতলার স্বামী দয়ালানন্দ বিদ্যানিকেতনে
মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এমনটাই অভিমত ব্যক্ত করেন।এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ বনমালীপুর এলাকার মন্ডল সভাপতি দীপক কর এবং ৯ বনমালিপুর মন্ডলের একনিষ্ঠ কর্মীরা। এই দিনের মন কি বাত অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরো বলেন প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দেশের ছোট ছোট গ্রাম থেকে শুরু করে বড় বড় শহর অবধি কি কি উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে তা 130 কোটি ভারতবাসী সামনে তুলে ধরেন, তাছাড়া এই উন্নয়ন মূলক কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৌলতেই সফল হচ্ছে এবং দেশের ও রাজ্যের যুবক যুবতীদের প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী যে নতুন কিছু করে দেখানোর, তাতে তাদের যে আর্থিক লাভ হবে তার পাশাপাশি সমাজে, রাজ্যে এবং সমগ্র দেশে পরিচিতি পাবেন বলে। এদিনের মান কি বাত অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজ্য
নিজ বিধানসভা কেন্দ্র 9 বনমালীপুর এলাকায় মন কি বাত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
- by janatar kalam
- 2022-03-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this