2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বইমেলায় সরাসরী রক্তদানের আয়োজন করছেন ই ব্লাড

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রবিবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে ই ব্লাড সামাজিক সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে সংগঠনের সহ সভাপতি রতন দাস সংবাদমাধ্যমকে বলেন ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত ৪০তম “আগরতলা বইমেলা” ২০২২ইং কেন্দ্র করে ই-ব্লাড প্রথম বারের মত সরাসরি এক রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছে। উক্ত রক্তদান শিবিরটি ২৮, ৩০ মার্চ এবং ০১, ০৩ ও ০৫ এপ্রিল ২০২২ইং পাঁচদিন ব্যাপী চলবে। তাছাড়া এদিন তিনি এই রক্তদান কর্মসূচিকে সাফল্য মন্ডিত করার জন্য বিশেষ করে যুব সমাজের সকলের প্রতি বিশেষ ভাবে আহ্বান রাখেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service