জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিত্যপণ্যের দাম কমানো, রেগা- টুয়েপে মজুরি বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি- মিড ডে মিল এবং আশা কর্মীদের মজুরি বৃদ্ধি, তাছাড়া সমকাজে সমবেতন প্রদানসহ ১৩ দফা দাবিতে আগামী ২৮ ও ২৯ শে মার্চ সারা ভারত ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ সহ অন্যান্য সংগঠনের যৌথ উদ্যোগে। এই ধর্মঘটের সমর্থনে বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ ও এ আই টি ইউ সি নানাভাবে প্রচার চালিয়ে যাচ্ছে। রবিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও এই ধর্মঘটের সমর্থনে এক সুবিশাল মিছিল সংঘটিত করে মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ধর্মঘটের সমর্থনে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন নারীনেত্রী ঝর্না দাস বৈদ্য, কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা।
রাজ্য
ধর্মঘটের সমর্থনে রাজধানীর পথে হাঁটলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির
- by janatar kalam
- 2022-03-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this