2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সরকারের ৪বছর পূর্ণের পরেও জনপ্রিয়তায় ভাষছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার রাজ্যের ফটিকরায় আম্বেদকর কলেজে ছাত্র ছাত্রীদের সঙ্গে মতবিনিময় ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানে প্রবাহমান ইতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনায় অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সমস্ত অংশের নাগরিকদের সর্বোপরি ছাত্রছাত্রীদের কল্যাণে গৃহীত গুচ্ছ ইতিবাচক পরিকল্পনার সুফল গ্রহণে সকলের সম্যক ধারণা আবশ্যক। প্রার্থনাসভা বা শ্রেণীকক্ষে নিয়মিত পর্যালোচনাই পড়ুয়ারাদের মধ্যে নিজেদের অধিকার ও সমস্ত সুযোগ সম্পর্কে জাগরণ তৈরিতে অন্যতম সহায়ক। নিহিত গুনাগুন চিহ্নিতকরণ দ্বারা প্রতিভা ও আগ্রহপথে চলমানতা সাফল্য প্রাপ্তি পথে গতি সঞ্চারিত করে। তাছাড়া এদিন তিনি , রাজ্য সরকারের নিয়ে আসা আগামী ২৫ বছরের রূপরেখা কারিগরি বা দক্ষতামূলক শিক্ষা, সম্ভাবনাময় দিক উপযোগী শিক্ষা ও লব্ধ দক্ষতা, ভাবি প্রজন্মের ভবিষ্যৎ দিশা চয়নে অগ্রণী। সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে, অধ্যয়নে অধিক সময় ব্যায়ের তুলনায়, গুনগত সময়ের যথার্থ ব্যবহার প্রয়োজন। সম্প্রতি ত্রিপুরার প্রথম জেন্ডার বাজেটে, মহিলাদের বাস্তবিক ক্ষমতায়নের লক্ষ্যে বিশেষ সংস্থান রাখা হয়েছে l অবৈধ নেশা দ্রব্য ও ড্রাগসের অশুভ সংস্পর্শমুক্ত থেকে অন্যদের দূরে রাখতে সকলের সম্মিলিত প্রয়াস আবশ্যক বলে জানান। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service