2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ঝড়ের ফলে চিন্তার ভাজ পড়লো শঙ্কর দেবনাথের কপালে

বুধবার দুপুরে রাজধানী সহ ঝড় আছড়ে পরেছে গান্ধীগ্রামের রাজনগর এলাকায়। জানা যায় বুধবার দুপুরের ঝড়ের তান্ডবে উড়ে যায় এলাকার শঙ্কর দেবনাথ নামক এক বেক্তির ২টি বসত ঘরের ছাউনি। এদিন তিনি জানান লক ডাউনের ফলে বন্ধ কর্ম এবং মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না ফলে কোথা থেকে আনবে ঘর মেরামত করার লোক। এই ঘটনার ফলে চিন্তার ভাজ শঙ্কর দেবনাথের কপালে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service