2024-12-15
agartala,tripura
রাজ্য

বিধানসভার বাজেটে সহমত নেই বিরোধীদের- মানিক সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার আগরতলার বিধানসভার কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন বিরোধী দলনেতা মানিক সরকার। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি বলেন আগের চার চারটা বাজেটে খামতি থাকুক না কেন কিন্তু শেষ বাজেটে ইতিবাচক কোন কিছু থাকবে বলে আশা করা হয়েছিল, কিন্তু এই বাজেটে জনগনের জন্য কোন কিছুই নেই। রাজ্য সরকারের এই বাজেট জনবিরোধী বাজেট বলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিরোধীদের দেওয়া অভিযোগ তুলে ধরেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন জনগনের যে মৌলিক চাহিদা সেই গুলোর প্রতি নজর দেন নি। গ্রাম এবং শহরে রেগা এবং টুয়েপ নেই বললেই চলে, তার পাশাপাশি রেগাকে তুলে দেওয়ার চেষ্টা করছেন বলে জানান। বিগত বাম আমলে রেগাকে ৮০ শতাংশ রেগায় ভালোভাবে চলছিল, কিন্তু রাজ্য সরকার সেই বিষয় নিয়ে কোন ভূমিকা পালন করছে না। মনুষের প্রতি দায়ব্বধতা নেই বললেই চলে এবং বাজেটও মধ্যে গরীব অংশের জনগনকে তোলে আনার কোন চেষ্টাই করছেনা। বিধানসভা বাজেট অধিবেশনে বেকারদের চাকুরী দেওয়া কিন্তু রোজগার দেওয়ার চেষ্টা করছেন না। রাজ্যের সরকার প্রতিশ্রতি দিয়েছিল প্রথম বছরে ৫০ হাজার চাকুরী দেওয়া হবে বলে, কিন্তু তার খেলাপ করেছেন। ৫ বছরে কোন শূন্যপদ পূরন করা হয়নি এবং বাজেটেও তা উল্লেখ নেই। কিন্তু এই বিষয় নিয়ে অধিবেশনে বিরোধীরা কথা বলতে গেলে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে সাংবাদিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। টি এস আর নিয়োগ নিয়ে যাদেরকে নেওয়া হয়েছে তাতে ঘোষিত পদের সংখ্যাটা কম তাই বাকি গুলো পূরন করা হচ্ছে না, তাই তারা উচ্চআদালতের দারস্ত হতে চলছেন তাদের কে চেংদেলা করে গ্রেপতার করা হয়েছে। সরকারি কর্মচারীরা যারা কাজ করছেন তাদেরকে ডি এ দেওয়া হয়নি, কিন্তু বাম আমলে ২বার অন্তত্ত দেওয়া হয়েছে কিন্তু এই সরকার কোন ডিএ নিয়ে কথা বলেন নি এবং বাজেটে তা উল্লেখ নেই এবং সামাজিক ভাতা পযন্ত সঠিক ভাবে দেওয়া হচ্ছে না। কিন্তু বাম আমলে সকলে খোঁজাখুজি করে দেওয়া হয়েছিলো কিন্তু রাজ্যে নতুন সরকার আসার পর ৫০ হাজার ভাতাকে বাতিল করে দিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন তিনি। বিধানসভার এই বারের বাজেট কে সহমত পোষন করেন নি বিরোধী দল বলে অভিমত ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service