2024-12-18
agartala,tripura
রাজ্য

কল্যাণপুরে সড়ক সুরক্ষা জাগৃতি অভিযান

জনতার কলম ত্রিপুরা, কল্যাণপুর প্রতিনিধি :-
কল্যাণপুরে সুরক্ষা জাগৃতি অভিযান সংঘটিত হলো। মঙ্গলবার লোটাস কমিউনিটি হলে ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শুরুতে প্রদীপ জ্বালিয়ে অতিথিরা সেমিনারের সূচনা করেন। বক্তব্য রাখেন প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ের পক্ষে টিম কো-অর্ডিনেটর বিকে মামনি এবং টিম লিডার বিকে অঞ্জন। ছিলেন সিনিয়র এম ভি এল ভী জমাতিয়া, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দেব রায়, বিএমএস কল্যাণপুর ইউনিটের পক্ষে ছিলেন অমর দাস এবং রাজু সরকার। অনুষ্ঠানের সভাপতি ছিলেন জীবন দেবনাথ। সড়ক সুরক্ষা জাগৃতি অভিযান এর মুখ্য বিষয় হলো রাস্তায় অনেকেই হেলমেট ছাড়া বাইক চালায় বা মত্ত অবস্থায় গাড়ি বাইক চালাতে দেখা যায়, অনেকেই সরকারি নিয়ম মানতে চান না, এই সমস্ত বিষয় নিয়ে সবাইকে সচেতন করার লক্ষ্যেই এমন সেমিনারের আয়োজন করা হয় এদিন। বিভিন্ন জায়গা থেকে গাড়ির চালকরা অংশ নেয় সেমিনারে। পাশাপাশি কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকেও ছাত্রছাত্রীরা অংশ নেয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service