গোটা বিশ্ব মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে বিরাজমান। তাই আমাদের দেশকে এই আতঙ্কের হাত থেকে আমাদের রক্ষার্থে গত ২৪শে মার্চ থেকে এপ্রিলের ১৪তারিখ অবধি দেশব্যাপী লক ডাউন ঘোষনা করেছিল দেশের প্রধানমন্ত্রী। জানা যায় দেশের প্রধানমন্ত্রী দেশকে করোনা থেকে বাঁচাতে লক ডাউনের মেয়াদ আগামী ৩রা মে অব্দি বাড়িয়ে দেয়। দ্বিতীয় দফায় লক ডাউন বাড়ার পরেও মানুষের অসচেতনতা পরিলক্ষিত করা গেলো রাজধানীতে। প্রশাসন চেষ্টার উপর চেষ্টা চালিয়ে ও বের্থ। বিগত দিনের মতো লক্ষ করা গেছে বেশ কিছু যানবাহন চলাচল ও জনজামায়েত । মানুষের এই খামখেয়ালি পনা মনোভাবকে দূরে সরিয়ে একটু সচেতন করার দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের প্রশাসন। আশা আগামী দিনগুলিতে মানুষ একটু সচেতন হয়ে নিজেকে সুরক্ষিত রাখতে ও দেশকে সুরক্ষিত রাখতে দায়বদ্ধ হবে।
রাজ্য
লক ডাউন ২.0 এর ঘোষনার পরেও রাস্তায় মানুষ, সক্রিয় প্রশাসন
- by janatar kalam
- 2020-04-15
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this