জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গোটা দেশের সঙ্গে হোলির আনন্দে মাতোয়ারা উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরা৷ করোণা মহামারীর কারণে বিগত দুই বছর এই দিনটি নানা বিধিনিষেধের মধ্য দিয়ে কাটিয়েছে রাজ্যের মানুষ, তাই এবছর করোনার থাবা কিছুটা হালকা দেখেই ঋতুরাজ বসন্তের আগমনে যে খুশির হাওয়া বইছে তাতে গা ভাসালো রাজ্যের মানুষ ৷ কোকিলের কুহু কুহু রব ,আর পলাশ গাছে রঙ্গিন ফুল জানান দিচ্ছে বসন্ত হাজির আমাদের প্রত্যেকের মনে৷ বসন্ত মানেই পলাশ কিংবা শিমুল ফুলে কোকিলের নাচন। বসন্তকাল মানেই চোখ ধাঁধানো রাঙ্গা প্রকৃতি আর যৌবনের বাধভাঙ্গার উল্লাসের জয়গান। যার আবেশে ভরে ওঠে সবার মন। শীতের বিদায় এবং বসন্তের আগমন অনাবিল আনন্দ উল্লাসের বার্তা বয়ে নিয়ে এসেছে এবং এরই অঙ্গ হিসেবে শুক্রবার সন্ধ্যায় রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলিত করে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত “দোল উৎসব-২০২২”এর শুভ সূচনা করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বলেন আমাদের রাজ্যের দোল উৎসবের ইতিহাস রাজন্য স্মৃতি বিজরিত। হোলি এবং দোল মানেই সাংস্কৃতিক মিলন উৎসব বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া আজকের এই দোল উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীগণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,বিশিষ্ট শিক্ষাবিদ তথা এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সত্যদেও পোদ্দার, বিশিষ্ট শিক্ষাবিদ তথা ইসকন আগরতলার অধ্যক্ষ প্রভূজী শ্রীপাদ শ্রীধাম গোবিন্দ দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ॥
রাজ্য
রাজ্যের দোল উৎসবের ইতিহাস রাজন্য স্মৃতি বিজরিত- সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-03-18
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this