জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যে একদলীয় স্বৈরশাসন কায়েম রয়েছে রাজ্যে আইন-শৃঙ্খলা নেই, রোজগার নেই, খাদ্য নৈই, এসবগুলির জন্য মানুষ যখন সমবেত হয়ে প্রশাসনিক কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করলে তারা আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যম ও। এ সমস্ত পরিস্থিতিতে কি রাজ্যপালের কোন ভূমিকা নেই ? তাছাড়া রাজ্যপালের সাংবিধানিক কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব যদি পালন না হয় তাহলে রাজ্যপালের পদ নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, বৃহস্পতিবার বিধানসভায় বিরোধী দলনেতা মানিক সরকার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করেন। তাছাড়া তিনি এদিন আরো বলেন রাজ্যে খাদ্যের জন্য শিশু সন্তান বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার বাজেট অধিবেশন শুরু হয়েছে রাজ্যপালের আসন্ন মধ্য দিয়ে সে বাজেট শুরু করা হয় কিন্তু রাজ্যপালের ভাষণে রাজ্যের জনগণের জন্য কিছুই ছিল না তাই বিরোধী দল ওয়াকআউট করে বাজেট অধিবেশন পর্ব থেকে সরে দাঁড়িয়েছে বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার।
রাজ্য
রাজ্যপালের পদ নিয়ে অভিযোগ বিরোধী দলনেতা মানিক সরকারের
- by janatar kalam
- 2022-03-17
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this