2024-12-18
agartala,tripura
রাজ্য

স্কুল উদ্বোধনের পাশাপাশি রক্তদান কর্মসূচিতে গেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী.. বিস্তারিত পড়ুন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার সকালে রাণীরবাজার নলগড়িয়াস্থিত সুকান্ত অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দালানবাড়ীর শুভ উদ্বোধন করেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া এদিন বিদ্যালয়ের এন.এস.এস ইউনিটের উদ্যোগ অনুষ্ঠিত হওয়া একটি স্বেচ্ছায় মহতী রক্তদান শিবিরে অংশ নিয়ে সেখানে উপস্থিত রক্তদাতাদের তাদের সেবামূলক কাজের জন্য ধন্যবাদ জানান তিনি। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের নানা প্রান্তে এন.এস.এস নানা ধরণের সেবামূলক কাজ করে থাকেন যার মধ্যে অন্যতম হল রক্তদান শিবির। রাজ্যের রক্তস্বল্পতা দূরীকরণে এন.এস.এস এর ভূমিকা অন্যতম বলে অভিমত ব্যাক্ত করেন তিনি। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service