জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মেলামাঠ আম্বেদকর ভবনে ত্রিপুরা লেদার ইন্ডাস্ট্রিজ ইউনিয়নের ৪০তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে। তৎকালীন বামপন্থী মন্ত্রী অনিল সরকারের উদ্যোগে এই সংগঠনটি গড়ে ওঠে। এসসি সমন্বয় কমিটির রাজ্য সভাপতি রতন ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন 2018 সালের ত্রিপুরায় রাজনৈতিক পরিবর্তনের পরে, চামড়া শ্রমিকরা প্রধানত ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোভিড পরিস্থিতিতে চামড়া শ্রমিকরা ব্যাপক দুর্ভোগের মধ্য দিয়ে গেছে এবং সরকার দ্বারা অসহায় রয়ে গেছে। তাছাড়া সরকারের চামড়া শিল্পকে বেসরকারীকরণের প্রবণতারও সমালোচনা করেন ভৌমিক। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে মেলারমাঠ আম্বেদকর ভবনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, লেদার আর্টিস্ট ইউনিয়নের রাজ্য সভাপতি নান্টু রবিদাস, লেদার আর্টিস্ট ইউনিয়নের রাজ্য সহ-সম্পাদক ঋষি দাস প্রমুখ।
রাজ্য
উদযাপিত হল ত্রিপুরা লেদার ইন্ডাস্ট্রিজ ইউনিয়নের ৪০তম প্রতিষ্ঠা দিবস
- by janatar kalam
- 2022-03-16
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this