2024-12-19
agartala,tripura
রাজ্য

প্রথমবারের মতো রাজ্যে অনুষ্ঠিত হলো হ্যান্ডলুম মার্ক কর্মশালা.. বিস্তারিত পড়ুন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার রাজ্যের প্রজ্ঞা ভবনে হ্যান্ডলুম মার্ক নিয়ে একদিনের কর্মশালার আয়োজন করা হয়। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ আরো অন্যান্যরা। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের রাজ্য হ্যান্ডলুম এর দিকে অনেক পিছিয়ে রয়েছে কেননা রাজ্যের মানুষের মধ্যে হ্যান্ডলুম নিয়ে সেই উৎসাহ নেই, কিন্তু আমরা প্রত্যক্ষ করি বিশেষ করে জনজাতীয় অংশের মানুষদের মধ্যে যে উনারা নিজেদের তৈরি রিসা কিংবা রিগনাই ব্যবহার করেন তাছাড়া উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য যেমন মিজোরাম মনিপুর নাগাল্যান্ড সেখানে যুবক-যুবতীরা নিজেদের হাতে তৈরি ঋগ্নাই ব্যবহার করেন তার পাশাপাশি তিনি আরো বলেন হস্তশিল্পের দিকে মনিপুর সবচাইতে এগিয়ে এবং সেখানকার মানুষদের মধ্যে এই হস্তশিল্প নিয়ে উৎসাহ ব্যাপক যা আমাদের রাজ্যে মানুষদের মধ্যে সেই চেতনা কিংবা উৎসাহ জাগ্রত করতে হবে বলে বক্তব্য রাখেন। এদিনের অনুষ্ঠানে হান্ডলুম এর সাথে জড়িত মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service