2024-12-19
agartala,tripura
রাজ্য

বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে সামাজিক চেতনা খুবই সক্রিয়- ডাঃ দীলিপ দাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এর 75 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিদ্যালয়ের এন এস এস এর উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ বিদ্যালয় পরিচালন কমিটির অন্যান্য সদস্যরা। এদিন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সংবাদ মাধ্যমের সামনে বলেন এইযে এখনকার সময়ের 18 বছরের ছেলে মেয়েদের মধ্যে রক্তদানের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচানোর যে চেতনা সেই চেতনা আমাদের মধ্যে ছিল না ওরা এই বয়সেই যে কর্মকাণ্ড করার চিন্তাভাবনা নিয়ে বড় হচ্ছে আমাদের সেই চিন্তাভাবনা করতে 40 বছর লেগে গেল, এটা থেকে বোঝা যায় এখনকার সময়ের ছেলেমেয়েদের মধ্যে সামাজিক চেতনা খুবই সক্রিয়, আর এটা সম্ভব হয়েছে সামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে। এদিনে কর্মসূচিতে এগিয়ে আসা রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service