সারা দেশের সাথে রাজ্যেও স্যোশাল ডিসটেন্স ও লক ডাউনকে মান্যতা দিয়ে পালন করা হলো সংবিধান প্রনেতা ড: বিআর আম্বেদকরের ১২৯তম জন্মদিন। রাজধানীর মূল অনুষ্ঠানটি হয় প্রদেশ কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, রাজ্য কংগ্রেস এসসি সেলের ভাইস চেয়ারম্যান বিজয় দাস ও কংগ্রেস নেতা রতন দাস। এদিন সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন ড: বিআর আম্বেদকর যে সংবিধান রচিত করেছেন তা সারা দেশের পিছিয়ে পড়া জানাজাটি অংশের মানুষের জন্যে যারা আজ পদে পদে লাঞ্চিত এবং লুন্ঠিত হচ্ছেন দেশের এই সরকারের শাসনকালে ।
janatar kalam Blog রাজ্য করোনা ভাইরাসের নির্দেশিকা মেনেই সংবিধান প্রনেতার জন্মদিবস পালন করলো রাজ্য কংগ্রেস
Leave feedback about this