জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- নিজেদের চাকরি ফিরে পাবার দাবি নিয়ে রাজ্য মহাকরণে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মহাকরণ অভিযান কর্মসূচি হাতে নেয় ১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট কমিটি। এদিন চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা সুবিশাল মিছিলের মধ্য দিয়ে মহাকরণের দিকে অগ্রসর হন , কিন্তু সেখানে পৌঁছতেই বাধে বিপত্তি। সেখানে মোতায়েন করা হয়েছিল রাজ্য পুলিশের বিশাল বাহিনী উপস্থিত ছিলেন এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার। এদিন ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা সংবাদ মাধ্যমকে জানান এটাতো শুধু শুরু আন্দোলন অনেক বাকি আছে , যতদিন অবধি চাকরি ফিরে পাবেন ততদিন অবধি মাঠ কামড়ে পরে থাকবে ১০৩২৩ শিক্ষক শিক্ষিকারা বলে জানানোর পাশাপাশি রাজ্যে গণতন্ত্র নেই ত্রিপুরা এখন নরকে পরিণত হয়ে গেছে , তাছাড়া আমরা শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এসেছি কেন এই পুলিশ মোতায়েন , মুখ্যমন্ত্রী কেন দেখা করতে চাইছেন না বলে প্রশ্ন ছুড়ে দেন এরা। এদিন আন্দোলনস্থল থেকে পুলিশ আন্দোলনকারী ১০৩২৩ শিক্ষক শিক্ষিকাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
রাজ্য
চাকরি ফিরে পাবার দাবিতে মহাকরণ অভিযান করলো ১০৩২৩ শিক্ষক শিক্ষিকা
- by janatar kalam
- 2022-03-14
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this