2024-12-19
agartala,tripura
রাজ্য

পরিষেবা প্রদানে অগ্রাধিকারের ক্ষেত্রগুলি চিহ্নিতকরণ দ্বারা নাগরিক সাচ্ছন্দ সুনিশ্চিত করাই হোক অন্যতম প্রাধান্য – বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রিতিনিধি:- সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত সমূহের নব নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে এক দিবসীয় ওড়িয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আত্ম অনুসন্ধিৎসু ভাবনা, সাফল্যের পথে গতিসঞ্চারিত করেl নির্ধারিত লক্ষ্যমাত্রার আগেই, পরিকল্পনার সফল বাস্তবায়নে ব্যবস্থিত পদ্ধতিতে পারদর্শিতা ও দুরদর্শিতার সঙ্গে কার্য পন্থা সম্পর্কে যথার্থ জ্ঞানার্জন অবশ্যকl পরিষেবা প্রদানে অগ্রাধিকারের ক্ষেত্রগুলি চিহ্নিতকরণ দ্বারা নাগরিক সাচ্ছন্দ সুনিশ্চিত করাই হোক অন্যতম প্রাধান্যl নিজ কর্মনিপুনতা ও নাগরিক সমস্যা দূরীকরণের আন্তরিকতাই জনমানসে ইতিবাচক ছবি স্থাপন ও তার স্থিতাবস্থার সহায়ক এবং পুবে উদিত প্রথম সূর্য কিরণ গায়ে মাখিয়ে আমাদের স্বচ্ছ, নির্মল ও স্বাস্থ্যকর চারিপাশ উপহার দিতে স্ব-সহায়ক দলের স্বচ্ছতা বন্ধু বোনেরা প্রতিদিন নিরলস ভাবে কাজ করে আসছেনl অনেকেই যখন সুখ নিদ্রায় আছন্ন, এই বোনেরা তখন পরার্থে নিবেদিত ভাবনায় রাজপথে। তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী “আমি” শব্দের সংকীর্ণ চিন্তনের উর্দ্ধে উঠে সম্মিলিত ভাবনায় সহণশীলতার সঙ্গে মাতৃসুলভ স্বচ্ছ চিত্তে বিভিন্ন সুযোগের সম ও সফল বন্টনই হবে নাগরিক আস্থার প্রতি যথার্থ সম্মাননাl , নাগরিক অধিকার সুনিশ্চিতিকরণে জন প্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা অর্জনে বিশেষ ভূমিকা নেবে এই বিশ্বাস রাখেন বলে অভিমত ব্যাক্ত করেন l

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service