2024-12-19
agartala,tripura
রাজ্য

সাংবাদিকদের স্বাস্থ্য বীমা চালু করতে চলছে রাজ্য সরকার- সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজধানীর স্টেট গেস্ট হাউজের কনফারেন্স হলঘরে সকল স্তরের সাংবাদিকদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কী কী প্রয়োজনীয় পদক্ষেপ জরুরী এবং প্রতিটি সংবাদমাধ্যম থেকে সুবিধাভোগী সাংবাদিক বন্ধুদের চয়নের জন্য সাংবাদিকতার ক্ষেত্রে কী কী মাপকাঠি থাকা দরকার, সে সংক্রান্ত বিষয়ে খোলামেলা আলোচনার জন্য বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সকলের গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব সম্পর্কে অবগত হন। এদিনের বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যের সাংবাদিক বন্ধুদের জন্য খুব শীঘ্রই “স্বাস্থ্য বীমা” প্রকল্প চালু করতে চলেছে আমাদের সাংবাদিক বান্ধব সরকার। প্রিন্ট, ইলেক্ট্রনিক, ওয়েব মিডিয়া সহ সব ধরনের মিডিয়ার সাংবাদিক/চিত্র সাংবাদিক বন্ধুদের এই প্রকল্পের আওয়ায় আনা হবে বলে জানিয়েছেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া এদিন তিনি আরও বলেন আমাদের সাংবাদিক বন্ধুদের পেশাগত লড়াই ও তাদের কাজের প্রতি সম্মান জানিয়েই তাদের জন্য স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শহর থেকে জেলা-মহকুমা রাজ্যের সাংবাদিক, চিত্র সাংবাদিকরা এর ফলে উপকৃত হবেন। এছাড়াও আজকের এই বৈঠকে সংবাদমাধ্যমের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয় বলে অভিমত ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service