2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকারের চা বাগান শ্রমিক ও নারীদের জন্য : সুশান্ত… বিস্তারিত পড়ুন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- চা বাগানের শ্রমিকদের জন্য আজ সচিবালয়ে ‘মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প’ ঘোষণা করেছে রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে। তিনি বলেন চা শিল্পের উন্নয়ন এবং চা বাগানের শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার এই প্রকল্প ঘোষণা করেছে। “এটি 85 কোটি টাকার একটি প্রকল্প এবং যার জন্য চা বাগানের শ্রমিকদের 7000 টিরও বেশি পরিবার উপকৃত হবে”, সুশান্ত বলেছেন। সরকার তাদের বাড়ির উদ্দেশ্যে জমি দেবে, রাজ্যের বিলুপ্ত চা বাগানগুলি সমবায়ের মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করা হবে, প্রতিটি পরিবার রেশন কার্ড পাবে। তিনি আরও বলেন যে সরকার এই প্রকল্পের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রদান করবে। তাছাড়া এদিন মন্ত্রী রাজ্য সরকারের নতুন বিল যা নারীদের নিয়ে গঠিত সে বিল নিয়েও বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন রাজ্য সরকারের যেকোনো চাকরির ক্ষেত্রে নারীদের জন্য 33% সংরক্ষণ বিল চালু করা হয়েছে যার মাধ্যমে সরকারি দপ্তর গুলোতে নারীরা নিজেদের কর্মদক্ষতা চেনাতে সক্ষম হবেন এবং রাজ্যের সরকারি দপ্তরের মান বাড়াবেন। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 400 কোটি টাকা বরাদ্দ করেছেন বলে জানান, দ্বিতীয়তঃ কোন নারী যদি উচ্চশিক্ষার জন্য কিংবা শিক্ষার জন্য ঋণ নিতে চান তাহলে রাজ্য সরকার অন্যান্য ঋণদাতা সংস্থাদের তুলনায় অনেক কম 3% সুদে ঋণ প্রদান করবেন বলেও জানান তিনি, তার পাশাপাশি মহিলাদের জন্য তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য 10 কোটি টাকা ব্যয়ে ওমেন হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার খোলা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব এবং সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service