জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্য প্রশাসনে চাকরির ক্ষেত্রে রাজ্যের মা বোনদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত করা হবে এবং ত্রিপুরার যুবক যুবতীদের জন্য ২০০ কোটি টাকা ব্যায়ে ন্যাশনাল ফরেনসিক সাইন্স ইউনিভার্সিটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে, এটা তৈরী হয়ে গেলে রাজ্যের যুবক যুবতীদের দেশ বিদেশে কাজ করার সুযোগ বেড়ে উঠবে। মঙ্গলবার ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ৪ বছর পূর্তিতে আগরতলা, বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। তাছাড়া এদিন তিনি মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ প্রকল্পের শুরু ও চা বাগানীদের জন্য এখান থেকে শুরু হবে জানানোর পাশাপাশি তিনি আরও বলেন যে ত্রিপুরাকে ভারতের সাথে যুক্ত করার ক্ষেত্রে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য জীর অতুলনীয় অবদান রয়েছে। কমিউনিস্টরা মহারাজা জী কে ভুলিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল কিন্তু বিজেপি সরকার আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য জীর নাম রেখে সম্মান জানাতে কাজ করেছে। তাছাড়া যেখানেই কমিউনিস্টদের সরকার ছিল, সেখানেই রাজনৈতিক বিরোধীদের হত্যা সাধারণ ছিল। আজ গর্বের সাথে বলতে পারছি যে বিপ্লব কুমার দেব জী ত্রিপুরায় রাজনৈতিক হত্যাকাণ্ডের উপর ফুল স্টপ দেওয়ার কাজ করেছেন। তাছাড়া গভীর অপরাধ যেমন খুন , ডাকাতি , হত্যা , অপহরণ এসব জঘন্য অপরাধ ৩০ শতাংশ হ্রাস করার কাজ বিপ্লব দেবের সরকার করেছে এবং অপরাধীদের সাজা দেওয়ার ক্ষেত্রে যেটা ৫ শতাংশ ছিল সেটাকে ৫৩ শতাংশ অবধি বর্ধিত করার কাজও বিপ্লব দেবের সরকার করেছে বলে অভিমত ব্যাক্ত করেন তিনি। এদিনের সমাবেশে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজ্য
রাজ্য প্রশাসনের চাকরির ক্ষেত্রে মা বোনদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত করা হবে : অমিত শাহ
- by janatar kalam
- 2022-03-08
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this