2025-05-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ভারত সরকারের পক্ষ থেকে গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নতিকরণের লক্ষ্যে এক দিবসীয় ট্রেনিং করানো হয়

জনতার কলম ত্রিপুরা, কল্যাণপুর প্রতিনিধি :-
ভারত সরকারের পক্ষে গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নত করার লক্ষ্যে একদিবসীয় ট্রেনিং করানো হয় পাশাপাশি মহিলাদের সশক্তিকরণ করার লক্ষ্যে আলোচনা হয়।সরকারি চাকরি ছাড়াও বিভিন্ন ব্যবসা করে কিভাবে সংসার প্রতিপালন করা যায় এবং মহিলাদের সশক্তিকরণ করতে আজ অর্থাৎ রবিবার কল্যাণপুর বি আর সি হলে একদিনের প্রশিক্ষণ শিবির হয় মহিলাদের নিয়ে। মূলত Ministry Of Micro Small And Medium Enterprises. Government of India.. এর পক্ষ থেকে এ দিন ট্রেনিং করানো হয় সবাইকে সচেতন করতে। দপ্তরের পক্ষে ছিলেন সাহান লাল খাদিয়া এসিস্ট্যান্ট ডিরেক্টর MSME DI, অঞ্জলি দাস গুপ্ত এবং চন্দন রায় সিনিয়র ফ্যাকাল্টি। এদিন কল্যাণপুরের বিভিন্ন এলাকা বা প্রত্যন্ত গ্রাম থেকেও মহিলারা অংশ নেন শিবিরে। চন্দন রায় সাংবাদিকদের জানান হাজার হাজার ব্যবসায়ীদের মধ্যে সফলতার রেশিও অনেক কম। ব্যবসা কিভাবে করতে হয় বা ব্যবসা কিভাবে করলে সফলতা আসবে তা আমরা জানিনা। এ কারণে সফলতার রেশিও অনেকটা কম। আর বিভিন্ন ব্যবসা করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কিভাবে সহায়তা করেন তা আমরা সঠিকভাবে জানিনা। কী কী প্রকল্পের সুবিধা নিতে পারি তাও আমরা জানি না তাই পরিবার চালাতে অনেকটা কষ্ট হয়। কোথায় ঘাটতি কিভাবে ট্রেনিং করলে ব্যবসা ভালো চলবে সে ক্ষেত্রে সমক্ষ ধারণা দেয়া আমাদের কাজ। আর এই বিষয়ে গ্রামের গরিব মানুষদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন ট্রেনিং এর আয়োজন। মূল শহর থেকে অনেক দূরে বাজারা প্রত্যন্ত গ্রামে থাকেন উনাদেরকে সহায়তা করা হয় ।কিভাবে জীবনে উন্নতি করতে পারবেন এই সমস্ত বিষয়ে আলোচনা হয়। এই ক্ষেত্রে যারা পিছিয়ে আছেন তাদেরকে সাহায্য করাই আমাদের কাজ। একদিনের ট্রেনিংয়ে কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সামিল হন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service