জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে শীর্ষ অধিকারিকদের সাথে আলোচনায় মিলিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন জন ঔষধির উপলব্ধতা বাড়ানোর পাশাপাশি এর ব্যবহার উপযোগী সুযোগ সম্প্রসারণ-সহ এর অতিরিক্ত বড় মাত্রায় ঔষধীব্যায় সংকোচনের লক্ষ্যে ছাড়ের মাধ্যমে সমস্ত ধরনের ঔষধ তুলনামূলক কম বিক্রয়মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে l গবেষণা দ্বারা রাজ্যের কিডনি রোগের কারণ সন্ধানের মাধ্যমে সমাধানসূত্র বেড় করার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাছাড়া এদিন তিনি আরো বলেন জনকল্যাণে সরকারের লক্ষ্য, আগামীর পরিকল্পনার গতিপথ সম্পর্কে তাদের সম্যক ধারণা থাকা আবশ্যকl সফল ওপেন হার্ট সার্জারি, ইউরো, হাঁটু প্রতিস্থাপনের পাশাপাশি আগামীদিনে বোন মেরু প্রতিস্থাপন, কিডনি-সহ লিভার প্রতিস্থাপনের মত অত্যাধুনিক পরিষেবা প্রদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছেl ত্রিপুরা থেকে রাজ্যের বাইরে কর্মরত প্রতিষ্ঠিত বিশিষ্ট চিকিৎসকদের সম্মানজনক আহ্বানের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নিজেদের নিয়োজিত করার ক্ষেত্রে সফলতা আসছে বলে জানান তিনি।
রাজ্য
জনকল্যাণে সরকারের লক্ষ্য, আগামীর পরিকল্পনার গতিপথ সম্পর্কে তাদের সম্যক ধারণা থাকা আবশ্যক- মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-03-06
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this