প্রতিবছর রাজধানীর লক্ষী নারায়ন বাড়িতে দেখা যেত ব্যাবসায়ীগনের হালখাতা পূজা করাতে। তাছাড়া এদিন ভক্তদের ভিড়ে মন্দির প্রাঙ্গন অন্য মাত্রা পেতো। কিন্তু এবছরের চিত্র একটু বেতিক্রম করোনা আতংকের জেরে পাশাপাশি লক ডাউনের ফলে মানুষ ঘর থেকে বেরোতে পারছেননা। ফলে দোকানের কেনা বেচা বন্ধ তাই ক্ষতির মুখ দেখছেন একাংশ ব্যাবসায়ী তাদের বক্তব্য এর ফলে সংসার চালাতে ওহ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান এক ব্যাবসায়ী।
Leave feedback about this