2025-05-26
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সামাজসেবামূলক কর্মকাণ্ডে মহিলাদের আংশিদারিত্ব বৃদ্ধি পাচ্ছে- বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রবিবার নিবেদিতা ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য মেলা ও মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য সরকারের সঠিক ব্যবস্থাপনা ও উদ্যোগের ফলশ্রুতিতে সম্প্রতি মহিলা-পুরুষের জন সংখ্যাগত ব্যবধান হ্রাসের মাধ্যমে সমতা সুনিশ্চিত হচ্ছে l মহিলাদের পুষ্টি গুনাগুণ সুনিশ্চিতিকরণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিশু জন্ম উর্দ্ধমুখীতার প্রবণতাও সন্তোষজনক l মহিলা সশক্তিকরণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের সফল বাস্তবায়নস্বরূপ রোজগার সৃজনের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও মহিলাদের অংশীদারিত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে l তাছাড়া এদিন তিনি আরো বলেন পরিবারের তরে নিবেদিত প্রাণ মহিলাদের ক্ষমতায়ন ও সামাজিক অংশীদারিত্ব-র পথে অগ্রগমই সমৃদ্ধশালী ও সুস্থ সমাজ ব্যবস্থার অন্যতম শর্ত l সামাজসেবামূলক কর্মকাণ্ডেও মহিলাদের আংশিদারিত্ব বৃদ্ধি পাচ্ছে, যার অন্যতম নিদর্শন নিবেদিতা ক্লাব আয়োজিত মেগা রক্তদান শিবিরে ১৬তম রক্ত দান করা সোমা বণিক l ব্যবস্থিত পদ্ধতির মধ্যদিয়ে জন কল্যাণে সরকারের কার্যধারা রূপায়িত হয় l অমিও সেই ব্যবস্থারই অবিচ্ছেদ্য অংশ l বেটি বাঁচাও বেটি পড়াও রাজ্যে সফল বাস্তবায়িত হচ্ছে। এদিনের অনুষ্ঠানে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service