2024-12-18
agartala,tripura
রাজ্য

রেফারের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনাই আমাদের লক্ষ্য – মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রোগী পরিবহন অ্যাম্বুলেন্সের ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে পতাকা নিয়ে পেশেন্ট ট্রান্সপোর্ট এম্বুলেন্স এর সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও স্বাস্থ্য দফতরের অধিকর্তা রাধা দেববর্মাসহ অন্যান্য আধিকারিকরা। ১৬ টি পেশেন্ট ট্রান্সপোর্ট এম্বুলেন্স স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে ক্রয় করা হয়েছে। অক্সিজেন সাপোর্ট অ্যাডভান্স স্ট্যাটাস যুক্ত ১৬টি এম্বুলেন্স ক্রয় করতে ব্যয় হয়েছে ২ কোটি ৫০ লক্ষ ২৪ হাজার টাকা। এই অর্থ নর্থ ইস্ট স্পেশাল ইনস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম থেকে বরাদ্দ করা হয়েছে। এই পেশেন্ট ট্রান্সপোর্ট অ্যাম্বুলেন্সগুলো বিলোনিয়া, সাব্রুম, অমরপুর, মেলাঘর, বিশালগড়, কমলপুর, গন্ডাছড়া, কাঞ্চনপুর উদয়পুর আরজিএম, তেলিয়ামুড়া, পানিসাগর, মহকুমা হাসপাতাল এবং সিপাহীজলা জেলার দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উত্তর জেলার আনন্দবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র,ধলাই সামাজিক স্বাস্থ্য কেন্দ্র দক্ষিণ জেলার মানবাজার সামাজিক কেন্দ্রকে প্রদান করা হবে। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন রাজ্য সরকার চিকিৎসা ক্ষেত্রে লাগাতর কাজ চালিয়ে যাচ্ছে আগরতলার জিবি হাসপাতাল এ ওপেন হার্ট সার্জারি করা থেকে শুরু করে কিছুতেই বাকি রাখছেন না স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মী ও রাজ্য সরকার। তিনি আরো বলেন জটিল রোগের চিকিৎসা সুযোগ সহ উন্নত স্বাস্থ্য পরিষেবার দ্বারা রেফারের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনাই আমাদের অন্যতম লক্ষ্য l

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service