2024-12-15
agartala,tripura
রাজ্য

খাদ্যের অভাব কেন্দ্রীয় কারাগারে অভিযোগ কংগ্রেসের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সেন্ট্রাল জেলে আসামিদের জন্য উপযুক্ত চিকিৎসা সুবিধা এবং খাবার নেই”, আজ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন সারিতা লাইটফ্লাং। কংগ্রেসের রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা আজ বিশালগড় কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন সারিতা লাইটফ্লাং, গোপাল রায়ের সাথে। পরিদর্শনে গিয়ে দেখেন ক্যান্টিনে খাবার নেই। কংগ্রেস কর্মী মালবিকা গতকাল রাতে অসুস্থ বোধ করলেও এখনও তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না। কেন্দ্রীয় কারাগারের ক্যান্টিনে ভালো খাবারের জন্য টাকা দিলেও জেলের ক্যান্টিনে দীর্ঘদিন খাবার না থাকার সত্যতা স্বীকার করেন কারারক্ষী। তাছাড়া এদিন কংগ্রেস নেতা গোপাল রায়ের অভিযোগ, বিপ্লব অ্যান্ড কোম্পানি রাজ্যকে নরকে পরিণত করেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service