2024-12-15
agartala,tripura
রাজ্য

জ্ঞানার্জন এবং জানার ইচ্ছার উৎসুকভাব মানুষকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যায়- রতন লাল নাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার আগরতলার লাল বাহাদুর ব্যায়ামাগারে স্বর্গীয় হৃষিকেশ সাহা স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। স্বর্গীয় হৃষিকেশ সাহার সুযোগ্য পুত্র রূপক সাহা আত্মিক অনুকূলেই এই গ্রন্থাগারের উদ্যোক্তা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি সুবল দে, আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তথা লাল বাহাদুর ব্যায়ামাগার সভাপতি প্রণব সরকার, পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা ও স্বর্গীয় হৃষিকেশ সাহা সুযোগ্য পুত্র রূপক সাহা। স্বর্গের হৃষিকেশ সাহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ তারপর হৃষিকেশ সাহা স্মৃতি গ্রন্থাগারের ফিতা কেটে উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথসহ সম্মানীয় অতিথিরা। এদিনের হৃষিকেশ সাহা স্মৃতি গ্রন্থাগারের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী বলেন হৃষিকেশ সাহা স্মৃতি গ্রন্থাগার যেটা করা হয়েছে সেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে রেকর্ড কোন ব্যক্তি কোন সংস্থা ব্যক্তির স্মৃতিতে এরকমভাবে গ্রন্থাগার তা ভাবা যায় না। তিনি আরো বলেন আমাদের রাজ্যে শিক্ষা দপ্তরের অধীনে মোট ছাব্বিশ টা গ্রন্থগার দরকার রয়েছে তাছাড়াও তথ্য ও সংস্কৃতি দপ্তর এর অধীনে আটটি জেলায় আটটি গ্রন্থাগার রয়েছে তাই ওই গ্রন্থাগার গুলো ছাত্র-ছাত্রীদের জন্য পড়াশোনার ক্ষেত্রে শুভদায়ক বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service