জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার রাজ্যের মাননীয় উপ মুখ্যমন্ত্রী শ্রী যীষ্ণু দেববর্মণ জী’র উপস্থিতিতে চড়িলাম সংলগ্ন পুরানবাড়ীতে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য সচেতন নাগরিকদের জন্য একটি “ওপেন জিম”-এর শুভ উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। নতুন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এখন থেকে প্রতিদিন এখানে নিখরচায় নিয়মিত শারীরচর্চা করা যাবে। পাশাপাশি এদিন সিপাহীজলা জেলার অন্তর্গত ৩ (তিন)টি মহকুমা (জম্পুইজলা-বিশালগড়-সোনামুড়া) এর অধীন ৩৫ টি সক্রিয় কোচিং সেন্টারের মধ্যে নানা ধরণের ক্রীড়া সামগ্রী বিতরণ করি। এই ৩৫ টি সক্রিয় কোচিং সেন্টারের মধ্যে ২৪টি তেই ফুটবল,৩টি তে হ্যান্ডবল, ১৪ টি তে কাবাডি,৬টি তে যোগা,১৩টি তে খো-খো,১৫টি তে ভলিবল,৩টি তে বাস্কেটবল,১৬টি তে অ্যাথলেটিকস,২টি তে হকি এবং ১টি তে ক্যারাটে এর ইভেন্টে কোচিং নেওয়ার সুবিধা রয়েছে। এই কোচিং সেন্টার গুলোর মাধ্যমে বর্তমানে ১৭১৪ জন বালক/বালিকা খেলাধুলার বিভিন্ন ইভেন্টে কোচিং নিচ্ছে। তাছাড়া এদিন তিনি আরও বলেন রাজ্যের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে আমাদের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, যুব-সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। তাই আমরা চেষ্টা করছি যুব সমাজের পাশে থাকতে। শুধু ক্রীড়া সামগ্রী নয়। যুব সমাজকে ভাল রাখতে সব ক্ষেত্রেই আমরা তাদের পাশে ছিলাম আগামীতেও থাকব।
ক্রীড়া সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য বিভিন্ন কোচিং সেন্টার ও ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি সুপ্রিয়া দাস(দত্ত),যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, দপ্তরের উপ-অধিকর্তা পাইমং মগ, বনজিৎ বাগচী,বিপ্লব দত্ত,সমীর দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
রাজ্য
খেলাধুলার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক- সুশান্ত চৌধুরী
- by janatar kalam
- 2022-03-02
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this