2024-12-14
agartala,tripura
রাজ্য

৯দফা দাবীতে দাবী সনদ পেশ ত্রিপুরা সিনিয়র সিটিজেনস অ্যান্ড পেনশনার্স সংঘের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- “ত্রিপুরা সিনিয়র সিটিজেনস অ্যান্ড পেনশনার্স সংঘ” আজ বিভিন্ন অমীমাংসিত ৯টি দাবি পূরণের জন্য রাস্তায় নেমেছে। তাছাড়া আজ জেলা ম্যাজিস্ট্রেট, পশ্চিমের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলার সংগঠনের নেতৃত্বরা মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিগুলি উত্থাপিত করবেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা 28% ডিএ ছাড়পত্রের দাবি করেছিল যা মুলতুবি রয়েছে। তাছাড়া হোম-গার্ডদের পেনশন এখন পর্যন্ত 750 টাকায় বাড়ানোর দাবি করা হয়েছে, কমপক্ষে 10,000। পেনশনভোগীদের চিকিৎসা ভাতা কমপক্ষে 2000 টাকা হওয়া উচিত এবং বার্ধক্য পেনশন Rs. 2000। পেনশনভোগীদের বার্ষিক বুস্টার 80 থেকে 75 বছর কমাতে হবে। অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের মতো সমস্ত PSU কর্মীদের পেনশন দেওয়া উচিত বলে অভিমত ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service