জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি :-সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ফিল্ড আউট্ রিচ ব্যুরো আগরতলা শাখার উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয় এক প্রদর্শনীর,|… একইসঙ্গে করোনা বিধি নিষেধ ও সচেতনতা মূলক এক আলোচনা চক্রের আয়োজন করা হয়,|…… পশ্চিম জেলার মোহনপুর মহকুমার দিঘালিয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা দাস রায়,|.. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝুলন হালদার |,… সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান অসিত রায়,.. বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্সিঙ্গড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার সর্বানি দেববর্মা| অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ফিল্ড আউট্ রিচ ব্যুরো কৈলাশহর ও আগরতলা শাখার আধিকারিক এইচ কে চ্যাং,|…… এদিন অনুষ্ঠানকে আনন্দমুখর করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাধীনতা সংগ্রামের উপর একটি নাটক পরিবেশন করেন সরোজ সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ,…,|…. এখানে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যুইজ কম্পিটিশন ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়,|… ক্যুইজ কম্পিটিশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা |অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়,|24 ফেব্রুয়ারি ফিল্ড আউট্ রিচ ব্যুরো আগরতলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের ভূয়শী প্রশংসা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ,|……… অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়.|….. সামাজিক দূরত্ব বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হয়,|………..
রাজ্য
আজাদীকা অমৃত মহোৎসবে আলোচনা চক্র
- by janatar kalam
- 2022-02-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this