2024-12-19
agartala,tripura
রাজ্য

রবিবার ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হল মেগা হেলথ ক্যাম্প

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। রবিবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোম। সেখানে আজকের স্বাস্থ্য শিবিরে আল্ট্রা সোনোগ্রাফি, এক্স-রে, আল্ট্রা সোনোগ্রাফি, থাইরয়েড ফাংশন টেস্ট, ব্লাড সুগার টেস্ট, ইসিজি, ব্লাড প্রেসার চেক-আপের মতো বিনামূল্যের পরিষেবা চালু করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্রসহ স্টুডেন্টস হেলথ হোমের কর্মকর্তারা। এদিন বিচারপতি শুভাশিস তলাপাত্র বক্তব্য রাখতে গিয়ে বলেন ,যে ভাবে চিকিৎসা ক্ষেত্রে বাণিজ্যকরণ চলছে দেশে এবং যেভাবে ক্রমাগতভাবে আমাদের রাষ্ট্রীয় স্তরের যে চিকিৎসাব্যবস্থা সেটাকে ভেঙ্গে দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন মিশনের নাম দিয়ে অর্থাৎ প্রাতিষ্ঠানিক চেহারা দিয়ে এটাকে চলমান আকৃতি দেওয়ার নাম হচ্ছে আর্থিকভাবে দুর্বল হয়ে যাবে বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service