জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গতকাল বিজেপির দলীয় কর্মসূচীর অংশ হিসাবে মিছিল সংঘটিত করে কংগ্রেস ভবনের সম্মুখভাগ দিয়ে যাবার পথে প্রদেশ কংগ্রেস ভবন থেকে ইট পাটকেল ছুড়া হয়, নিক্ষেপ করা হয় পেট্রল বোমা এমনটাই অভিযোগ ও পাল্টা অভিযোগের ভিত্তিতে রাজধানী আগরতলা শহর হয়ে উঠেছিল রণক্ষেত্র। খবর পেয়ে শাসক দলের তাবড় তাবড় নেতৃত্বের পাশাপাশি ছুটে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ঠিক তখনই ওনার উদ্দেশ্যে কংগ্রেস ভবন থেকে ছুড়া হয় পেট্রোল বোমা এবং রাজধানীর পশ্চিম মহিলা থানার পুলিশ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রাণরক্ষা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের। তারই পরিপ্রেক্ষিতে আজ পশ্চিম মহিলা থানার পুলিশদের সাথে সাক্ষাৎ করে, নিজেদের জীবন ঝুকিতেও উনাকে রক্ষা করার জন্য যে বিরত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানানল এদিন প্রতিমা ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে বলেন বামেদের কাছে বিক্রি করে দেওয়া শিরের ঋণ শোধ করতে বাঁকা পথে ক্ষমতা দখলের মরিয়া অপপ্রয়াসে রাজ্যকে বিষিয়ে তুলতে উদগ্রীব কিছু স্বার্থলোভী ব্যক্তি এবং অপ্রতিরোদ্ধ ভারতীয় মাতৃশক্তির এই সাহসী ও দৃঢ় দায়িত্ববোধের প্রতি রইলো কুর্নিশ বলে অভিমত ব্যাক্ত করেন।
রাজ্য
ভারতীয় মাতৃশক্তির এই সাহসী ও দৃঢ় দায়িত্ববোধের প্রতি আমার কুর্নিশ : প্রতিমা
- by janatar kalam
- 2022-02-27
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this