2024-12-19
agartala,tripura
রাজ্য

ত্রিপুরার শিক্ষার্থীদের উন্নত মানের ক্যারিয়ার প্লেসমেন্ট দেওয়ার লক্ষে রাজ্যে পা রাখল আসাম কাজিরাঙ্গা ইউনিভার্সিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- 2012 সালে প্রতিষ্ঠিত, আসাম কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয় উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। 2007 সালের আসাম প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) দ্বারা অনুমোদিত, বিশ্ববিদ্যালয়টি বাজারের প্রয়োজনের সাথে প্রাসঙ্গিক অত্যাধুনিক শিক্ষা এবং গবেষণা প্রদান করে বিশ্ববিদ্যালয়টি গর্বিত। উত্তর-প্রাচ্যের ক্যারিয়ার ইউনিভার্সিটি হচ্ছে যা তার শিক্ষার্থীদের শিল্প সম্পর্কিত শিক্ষা প্রদান করে। তাছাড়া ছাত্রছাত্রীদের মেধার ভিত্তিতে আসাম কাজিরাঙ্গা ইউনিভার্সিটি মেধাবী ছাত্রদের জন্য মেধা বৃত্তি ঘোষণা করেছে সেইসাথে স্পোর্টস র্যাল বিভাগে উত্তীর্ণ ছাত্রদের জন্য স্পোর্টস স্কলারশিপ প্রদানেরও ঘোষণা দিয়েছেন।তাই উত্তর-পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের সাথে ত্রিপুরার শিক্ষার্থীদেরও বিশ্বমানের শিক্ষা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, প্লেসমেন্ট এবং স্কলারশিপ পাওয়ার সমান সুযোগ প্রদান করতে রাজ্যের মাটিতে পা রাখলেন কাজিরাঙ্গা ইউনিভার্সিটি। বলা চলে আজ শুধু আসাম নয়, উত্তরের সমস্ত রাজ্যের শিক্ষার্থীদের জন্য উপলব্ধ। বৃহস্পতিবার আসাম কাজিরাঙ্গা ইউনিভার্সিটির পক্ষ থেকে আগরতলার প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে কাজিরাঙ্গা ইউনিভার্সিটির ডিন ববি রায় বলেন ত্রিপুরা রাজ্য থেকে বিগত দুই বছর যাবত ছাত্র-ছাত্রীদের সংখ্যা কম একমাত্র করোনা পরিস্থিতির কারণে এমনটা হয়েছে, পাশাপাশি তিনি আরো বলেন কাজিরাঙ্গা ইউনিভার্সিটির মধ্যে যে সমস্ত সুবিধা গুলো আছে উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্য থেকে ইউনিভার্সিটি তে ভর্তি হচ্ছেন বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service