2024-12-19
agartala,tripura
রাজ্য

বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যান মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ২৫-শে মার্চ থেকে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে “৪০তম আগরতলা বইমেলা”। এখন চলছে বইমেলার উল্টো গণনা। এক এক করে দিন গুণতে গুণতে আমরা নিমেষেই পৌঁছে যাবো ২৫-শে মার্চ তারিখে রাজ্যের সর্ব বৃহৎ উৎসব “বইমেলায়”। ৪০তম আগরতলা বইমেলা, যার জন্য অপেক্ষায় থাকেন রাজ্যের আপামর বইপ্রেমী মানুষ। আগরতলা বইমেলা এখন বাস্তব অর্থেই সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়েছে রাজ্যবাসীর কাছে। ১৯৮১ সালে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে শুরু হয়েছিল প্রথম আগরতলা বইমেলা। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আগরতলা বইমেলা অনেকটাই পূর্ণতা পেয়েছে। মাঝে শিশু উদ্যান, উমাকান্ত মাঠ আবার শিশু উদ্যান হয়ে বিগত কয়েক বছর ধরে আগরতলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে। তার জন্য মেলা প্রাঙ্গণে এখন চলছে জোরকদমে প্রস্তুতিমূলক কাজ। বইমেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে দুপুরে আগরতলা পৌর নিগমের সম্মানিত মেয়র শ্রী দীপক মজুমদার,গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা শ্রী রতন বিশ্বাস এবং অন্যান্য দপ্তরের আধিকারিকদের সাথে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনটি পরিদর্শন করেন এবং সেখানে চলমান প্রাক প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করে সেখানে উপস্থিত তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন। বইমেলার আয়োজনে কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি ও ফাঁক-ফোকর যেনো না থাকে সে দিকটিতে সজাগ দৃষ্টি রেখে প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যেতে সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানান। সারা রাজ্যের প্রতিটি জাতিগোষ্ঠী, ভাষা, ধর্ম-বর্ণ প্রতিটি অংশের মানুষ মেলার অপেক্ষায় দিন গুনছেন। এখানে জাতি-ধর্ম-বর্ণ-ভাষা কোনো কিছুতেই বিভেদ নেই। এই মেলা বা উৎসব কোনো নির্দিষ্ট অংশের নয়। এই বইমেলা আমার-আপনার-সবার। এই মেলা সার্বজনীন। তাই তো ধর্মনগর থেকে সাব্রুম সারা রাজ্যের প্রতিটি এলাকার সকল অংশের মানুষের লক্ষ্য এখন আগরতলা বইমেলা প্রাঙ্গণে উপস্থিত হওয়া। এবারের বইমেলার অনুষ্ঠানে বিভিন্ন ভাষার কবি সাহিত্যিকগণ তৈরী হয়ে আছেন নিজ নিজ ভাষায় নিজের লেখা বইটি নিয়ে মেলায় অংশ নিতে। এবারও বইমেলায় নতুন নতুন বই প্রকাশিত হবে। লেখক, কবি,সাহিত্যিক,গল্পকারগণ তাদের নতুন নতুন সৃষ্টি নিয়ে মেলায় হাজির হবেন। বই কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পাঠকগণও। এখন শুধু সময়ের অপেক্ষা। ২৫-শে মার্চ অপেক্ষার অবসান হবে, শেষ হবে উল্টো গণনা। শুরু হবে প্রাণের উৎসব আগরতলা বইমেলা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service