জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার সারা রাজ্যে ২৩ টা মহকুমার সমস্ত মহকুমা শাসকের নিকট ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস এর এস সি সেলের উদ্যোগে ১৫ দফা দাবি নিয়ে গণডেপুটেশন প্রত্যেকটা মহাকুমার শাসকের নিকট প্রদান করা হয়। তারই অঙ্গ হিসাবে বুধবার আগরতলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজপথ দাপিয়ে সদর মহকুমা শাসকের নিকট রাজ্য তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন।এই দিনের ডেপুটেশন এ উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের তপশিলি নেতা প্রকাশ দাস, অন্যান্যদের মধ্যে ছিলেন রসিকলাল বিশ্বাস, অনিতা মালাকার সুজিত কুমার দাস, সুকুমার সরকার। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক বলেন তপশিলি জাতি অংশের মানুষেরা দীর্ঘদিনের বঞ্চনার শিকার, তাদের উপর প্রতিনিয়ত অত্যাচার জুলুম সংগঠিত হচ্ছে। আমাদের রাজ্যে সরকারের মধ্যে গত সাড়ে তিন বছরে এসসি প্রতিনিধি ছিল না মন্ত্রিসভায়, মাত্র 6 মাস হয়েছে মন্ত্রিসভায় প্রতিনিধি নিয়েছেন। তপশিলি ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড, হোস্টেল এগুলো বন্ধ হয়ে গেছে। তফসিলি বেকারদের চাকরি বন্ধ হয়ে গেছে, রাজ্যে তপশিলি জাতি জনগণ কুড়ি শতাংশের কাছাকাছি কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। আজকে সারা রাজ্যে আমাদের তপশিলি জাতির নেতা প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাসের নেতৃত্বে আজকে এসসি সেলের উদ্যোগে ১৫ দফা দাবি নিয়ে গন ডেপুটেশন হচ্ছে বলে জানান তিনি।
রাজ্য
১৫ দফা দাবি নিয়ে গন ডেপুটেশন রাজ্য তৃনমুল কংগ্রেসের
- by janatar kalam
- 2022-02-23
- 0 Comments
- Less than a minute
- 3 years ago
Leave feedback about this