2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাষ্ট্রবিরোধী কংগ্রেসকে নিয়ে রাজ্য শাসনের প্রচেষ্টা সফল হবে না বিরোধী দলের- যীষ্ণু দেববর্মা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ২৫ বছরের সিপিএম জমানাকে কালোদিন আখ্যায়িত করে বুধবার রাজধানী আগরতলা রবীন্দ্র ভবন এর সামনে থেকে প্রদেশ বিজেপির পক্ষ থেকে বের করা হয় বাইক রেলী, উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা, রাজ্যের কারা মন্ত্রী রামপ্রসাদ পালসহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বিজেপি দলের তরফে এই ইস্যুতে আগামী ২৫ শে ফেব্রুয়ারি শুক্রবার আগরতলায় বাইক রেলী ডাক দেওয়া হয়েছে। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন এই বাইক রেলি বিজেপি কর্মকর্তারা করছেন, সিপিএমের বিরুদ্ধে সিপিএম কে শায়েস্তা করার জন্য। ২৫ বছর পাপ করার পরেও ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে ক্ষমা করেছিল যেহেতু ভারতীয় জনতা পার্টির মতো একটা রাজনৈতিক দল যারা হিংসা খুন,খারাপি বিশ্বাস করে না তারা কাজের মাধ্যমে ভরসার মাধ্যমে তারা কাজ করে। বিগত 25 বছর যারা এই রাজ্যকে ধ্বংস করেছিল আমরা তাদেরকে ক্ষমা করব না এবং আগামী দিন সবাই মিলে এই ত্রিপুরা রাজ্য কে একটা শ্রেষ্ঠ ত্রিপুরা রাজ্য হিসেবে গড়ে তুলবো। কিন্তু দুঃখের বিষয় বামফ্রন্ট নামক এই ধ্বংসকারীরা তারা দীর্ঘ ২৫ বছর স্বৈরাচারী ভাবে রাজ্যের জনগণকে শোষণ করেছে তারা আবার নাকি ওই পূর্বের মত শোষণ করতে চাই বলে জানান তিনি। এই দিন বাইক রেলিতে রাজ্যের উপমুখ্যমন্ত্রী উপস্থিত থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এ বাইক রেলির উদ্দেশ্য হল আজকে ত্রিপুরাতে ষড়যন্ত্র চলছে, রাষ্ট্রবিরোধী শক্তি কংগ্রেসের কে নিয়ে রাজ্যে শাসন ক্ষমতায় ফিরে আসার জন্য প্রয়াস চালাচ্ছে কিন্তু সেটা সম্ভব হবে না তার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করার জন্য ভারতীয় জনতা পার্টির এই রেলি বলে জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service