2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রক্তদান শিবির বিরোধী দল সিপিআইএমের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-২৩ তম রাজ্য সম্মেলন কে সামনে রেখে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে বিরোধী দল সিপিআইএম। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপি আই এম এক রক্তদান শিবিরের আয়োজন করেন আগরতলার ভানু ঘোষ স্মৃতি ভবনে। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বিরোধী দলনেতা মানিক সরকার, সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, পশ্চিম ত্রিপুরা জেলা সিপিআইএম সম্পাদক রতন দাস সহ অন্যান্যরা। এদিনের রক্তদান শিবিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন রাজ্যে নানা বাধা বিপত্তির মধ্য দিয়েও দলীয় কর্মসূচি পালন করে আসছে বিরোধী দল সিপিআইএম, তার মধ্যে অনেক কার্যকর্তারা আক্রান্ত হচ্ছেন কিন্তু থেমে থাকেনি দলীয় কর্মসূচী। বিরোধীদের কর্মসূচিতে বাধা প্রদান কিসের এত ভয় তাদের এগুলি তাদের দূর্বলতা ছাড়া আর কিছুই না বলে জানান বিরোধী দলনেতা মানিক সরকার। তাছাড়া এদিন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন রক্তদান মহৎ দান তার বিকল্প নেই, কিন্তু তার সাথে সি পিআই এম পার্টির সম্মেলন উপলক্ষে এই রক্তদান শিবির অনুষ্ঠান করা হয় তার আলাদা একটা তাৎপর্য আছে। একজন প্রকৃত কমিউনিস্ট হতে উচ্চ মানবিক বোধসম্পন্ন মানুষ হতে হয়, তা না হলে কমিউনিস্ট হতে পারে না। এরকম রক্তদানের মধ্য দিয়ে শুধু মুমূর্ষ রোগীর তার জীবন বাঁচানো না যিনি রক্ত দান করলেন তিনি নিজেকে মানবিক থেকে নিজেকে উন্নত করার বিরাট সুযোগ বলে জানান তিনি পাশাপাশি তিনি আরো বলেন ২৩ তম রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে আরো অনেকগুলি কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতিতে রক্তদান শিবির করাটা উপযুক্ত সিদ্ধান্ত। একদিকে হাসপাতালগুলোতে রক্তশূন্যতায় মুমূর্ষ রোগীর মারা যাচ্ছে সরকার উদাসীন বরঞ্চ যে দল সরকার চালাচ্ছে তারা রক্তক্ষরণ ঘটাচ্ছে সেই জায়গায় মানবিকতার দিক থেকে বা রক্তের প্রয়োজনিয়তার দিক থেকে এই ধরনের কর্মসূচি একান্ত প্রয়োজন বলে মনে করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service