2024-12-19
agartala,tripura
রাজ্য

মনু নদীর উপর আরসিসি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মানিকপুর, লংথারাই উপত্যকা, ধলাইয়ে মনু নদীর উপর আরসিসি সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে নির্মান হতে সেতুর শিলান্যাস হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন প্রকল্পটির জন্য 500.33 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এবং সেতুটি 24 মাসের মধ্যে সম্পন্ন হবে৷ এই প্রকল্পটি বাস্তবায়ন হলে চাউমানু ব্লকের গ্রামীণ বাসিন্দাদের আর্থ-সামাজিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে৷ বর্তমানে দেবাচেরার লোকজন অস্থায়ী বাঁশের ফুট ব্রিজ দিয়ে নদী পারাপার করলেও বর্ষাকালে তারা চৌমানু হয়ে মানিকপুর বাজারে আসতে ১৪.০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে। তাছাড়া তিনি এদিন আরও বলেন বর্তমানে বাঁশের সেতু পার হওয়ার সময় আমি নিজেও স্থানীয়দের অসুবিধার সম্মুখীন হয়েছি এবং আমি সবাইকে আশ্বস্ত করছি যে আমরা ন্যূনতম সময়ের মধ্যে এই সেতুর নির্মাণ কাজ শেষ করব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service